ত্রিভুবন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ

By স্টার অনলাইন ডেস্ক
9 September 2025, 10:14 AM
UPDATED 9 September 2025, 16:23 PM

হিমালয়কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডুতে সরকারবিরোধী সহিংস আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশটির ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে আরও বলা হয়, নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ও মন্ত্রীদের বাসায় আগুন দেওয়ার ঘটনার পাশাপাশি উড়োজাহাজ চলাচলে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে।

আন্তর্জাতিক বিমানবন্দরটির নিরাপত্তা দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, নির্দেশনা অনুসারে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বন্ধ থাকবে।

আন্দোলনের জেরে ইতোমধ্যে দেশটির প্রধানমন্ত্রী কে পি অলি শর্মা পদত্যাগ করেছেন।