রোবটের ‘অলিম্পিকস’, টিকিট সর্বনিম্ন ১৭ ডলার

By স্টার অনলাইন ডেস্ক
17 August 2025, 10:13 AM
UPDATED 17 August 2025, 16:31 PM

ভিডিওতে দেখা গেল ট্র্যাকে দৌড়াচ্ছে রোবট, খেলছে ফুটবল ও টেবিল টেনিস। কেউ অংশ নিচ্ছে কিক-বক্সিংয়ে। আর এসব দেখতে গ্যালারিতে বসেছে মানুষ। শুধু তাই নয়, রোবটগুলোকে দিক নির্দেশনা বা আহত রোবটকে সহযোগিতা করছেন যারা তারাও মানুষ।

আরও দেখা যায়—ফুটবলের মাঠে মানবসদৃশ্য রোবটগুলো বলে লাথি মারার পাশাপাশি একে অপরের ওপর আছড়ে পড়ছে। এ ছাড়াও, ১৫০০ মিটার দৌড়ের আয়োজনে এক রোবট দৌড়াতে দৌড়াতে হঠাৎ ট্র্যাকের ওপর পড়ে যেতে দেখা যায়। তারপর, তুলে দাঁড় করিয়ে দিলে রোবটটি আবার দৌড়াতে শুরু করে।

robot olympics.jpg
বেইজিংয়ে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের ফুটবল আয়োজনে রোবটরা। ছবি: রয়টার্স

অর্থাৎ, এবারের বেইজিং অলিম্পিকসে রোবটগুলোকে সহযোগিতা করছে মানুষ। যদিও আগের অলিম্পিকস আয়োজনগুলোকে সহজসাধ্য করতে মানুষদের সহযোগিতা করেছিল রোবটরা।

বেইজিংয়ে এবার প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে তিন দিনের ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের।

গত শুক্রবার শুরু হওয়া উৎসবটি চলবে আজ রোববার পর্যন্ত।

robot olympics.jpg
বেইজিংয়ে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের দৌড়ে অংশ নিচ্ছে রোবটরা। ছবি: রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়ে বলছে—এই আয়োজনে অংশ নিয়েছে ১৬ দেশের ২৮০ দল। এ ছাড়াও, ১৯২ বিশ্ববিদ্যালয় ও ৮৮ বেসরকারি প্রতিষ্ঠান এই উৎসবে প্রতিনিধিদল পাঠিয়েছে।

রোবট নিয়ে বিশাল কলেবরের এ আয়োজনকে 'অলিম্পিকস'র সঙ্গে তুলনা করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এই অলিম্পিকসে দর্শকদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ১৭ ডলার ৮৩ সেন্ট থেকে ৮০ ডলার ৭৭ সেন্ট।

robot olympics.jpg
ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের কিক-বক্সিংয়ে রোবটরা। ছবি: রয়টার্স

জার্মানির এইচটিডব্লিওকে রোবটস ফুটবল দল মানবসদৃশ্য রোবটগুলোর এই বৈশ্বিক আয়োজনে অংশ নিয়েছিল। সেই দলের এক প্রতিনিধি ম্যাক্স পল্টার বার্তা সংস্থাটিকে বলেন, 'আমরা এখানে খেলতে ও বিজয়ী হয়ে ট্রফি নিতে এসেছি। কিন্তু, আমাদের আগ্রহ গবেষণায়।'

আয়োজকরা বলছেন, এই ক্রীড়া উৎসবের মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্য সংগ্রহ করতে পারছেন। সেসব তথ্য নিয়ে প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আরও দক্ষ রোবট বানাতে পারবে।

রোবটের উন্নয়নে চীন বহু বিলিয়ন ডলার খরচ করছে। দেশটিতে প্রবীণ মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে প্রবল প্রতিযোগিতার প্রেক্ষাপটে রোবটের ওপর গুরুত্ব দিচ্ছে মহাপ্রাচীরের দেশটি।