ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত ৫০

By স্টার অনলাইন ডেস্ক
17 July 2025, 06:00 AM
UPDATED 17 July 2025, 12:11 PM

ইরাকের পূর্বাঞ্চলের কুত শহরে অবস্থিত একটি নতুন শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ৫০ জন হতাহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।

সরকারি সংবাদসংস্থা আইএনএকে ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মেদ আল-মিয়াহি বলেন, 'একটি বড় শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জন নিহত ও আহত হয়েছেন, যা অত্যন্ত মর্মান্তিক।'

তবে ৫০ জনের মধ্যে কতজন নিহত ও কতজন আহত, তা উল্লেখ করেননি ওই সরকারি কর্মকর্তা।

বুধবার রাতে হাইপার মলটিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

মিয়াহি জানান, আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনো জানা যায়নি।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টার সময়ও অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কুত শহর বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আহতদের ভিড়ে কুতের হাসপাতালের শয্যাগুলো দ্রুত পূরণ হয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এএফপির সংবাদদাতা জানান, মাত্র পাঁচ দিন আগে এই মলের উদ্বোধন হয়।

প্রাথমিক তথ্য মতে, ভবনের দোতলায় আগুনের সূত্রপাত ঘটে।

সংবাদদাতা আরও জানান, তিনি হাসপাতালে পুড়ে কয়লা হয়ে যাওয়া মরদেহ দেখেছেন।

ওই প্রদেশে তিন দিনের শোক ঘোষণা দিয়েছেন মিয়াহি।

তিনি জানান, স্থানীয় কর্তৃপক্ষ শপিং মল ও ভবনের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করবে।