মার্কিন হামলায় ফোরদোর ‘গুরুতর ক্ষয়ক্ষতি’ হয়েছে: আইএইএ

By স্টার অনলাইন ডেস্ক
23 June 2025, 10:09 AM

মার্কিন হামলায় ইরানের কোম প্রদেশের ভূগর্ভস্থ ফোরদো পরমাণু স্থাপনার 'অত্যন্ত গুরুতর' ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি।

আজ সোমবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে রাফায়েল গ্রোসি বলেন, 'হামলায় ব্যবহৃত বিস্ফোরকের শক্তি ও সেন্ট্রিফিউজের প্রকৃতি বিবেচনায় ফোরদোয় অত্যন্ত গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।'

আজ আইএইএ'র ৩৫ সদস্য রাষ্ট্রের বোর্ড অব গভর্নরসের জরুরি বৈঠকে গ্রোসি এই আশঙ্কার কথা জানান।

এর আগে গতকাল রোববার ভোরে ফোরদোসহ ইরানের তিন পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত ১৩ জুনসহ মোট তিনবার ফোরদোয় হামলা চালিয়েছে ইসরায়েলও।