জোর করে ইরানে সরকার পরিবর্তন ‘কৌশলগত ভুল’ হবে: ফরাসি প্রেসিডেন্ট

By স্টার অনলাইন ডেস্ক
17 June 2025, 05:41 AM

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, জোর করে ইরানে সরকার পরিবর্তন করার চেষ্টা একটি 'কৌশলগত ভুল' হবে।

আজ মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে উল্লেখ করে মাখোঁ বলেছেন, 'যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি আনতে পারে তাহলে সেটা খুবই ভালো হবে।'

তিনি ইসরায়েল ও ইরানের বেসামরিক নাগরিকদের ওপর হামলা 'বন্ধ' করার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, তেহরানের সরকার উৎখাতের লক্ষ্য একটি 'কৌশলগত ভুল'।

তিনি বলেন, 'যারা ভেবেছেন যে বাইরে থেকে বোমা মেরে আপনি একটি দেশকে বাঁচাতে পারবেন, তারা ভুল করেছেন।'

ইরান ও ইসরায়েলের মধ্যে পঞ্চম দিনের মতো সংঘাত চলছে। উভয় দেশই তাদের হামলা অব্যাহত রেখেছে। ফলে, দেশ দুটি থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে অনেক দেশ।

সোমবার ইরানে দক্ষিণ কোরিয়ার দূতাবাস কনস্যুলার পরিষেবা স্থগিত করে তাদের নাগরিকদের ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বসবাসকারী দক্ষিণ কোরিয়ানদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি থেকে বের হয়ে যাওয়া উচিত।