নিউইয়র্কে রেকর্ড গড়ল মোদির যোগব্যায়ামের অনুষ্ঠান

By নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি
21 June 2023, 19:53 PM
UPDATED 22 June 2023, 02:04 AM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি যোগব্যায়ামের অনুষ্ঠান পরিচালনা করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি দেশের নাগরিক নিয়ে পরিচালিত হওয়ায় যোগব্যায়ামের এই অনুষ্ঠান স্থান করে নিয়েছে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে'।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মোদি।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে,আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটিতে ১৩৫টিরও বেশি জাতীয়তার হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।