ফিরে এল ডায়ানার স্মৃতি, পাপারাজ্জিদের তাড়ায় ‘অল্পের জন্য’ হ্যারি-মেগানের রক্ষা

By স্টার অনলাইন ডেস্ক
17 May 2023, 16:23 PM
UPDATED 18 May 2023, 01:49 AM

২ যুগেরও বেশি সময় আগে পাপারাজ্জিদের তাড়ার মুখে প্যারিসের টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। এবার যুক্তরাষ্ট্রে ডায়ানার ছেলে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের গাড়ির পেছনে পাপারাজ্জিদের তাড়া ভয়াবহ সেই স্মৃতি ফিরিয়ে এনেছে।

এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নিউ ইয়র্কে এমন এক ঘটনায় হ্যারি-মেগান অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

প্রিন্স হ্যারির মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পাপারাজ্জিদের গাড়িগুলো প্রায় ২ ঘণ্টা ধরে প্রিন্স হ্যারি ও মেগানকে বহনকারী ট্যাক্সিটিকে ধাওয়া করছিল। এ সময় বেশ কয়েকটি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পান তারা। ট্যাক্সিতে মেগানের মা ডোরিয়া র‌্যাগল্যান্ডও ছিলেন।

এ সময় তারা একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফিরছিলেন জানিয়ে বিবৃতিতে প্রিন্স হ্যারির মুখপাত্র বলেন, 'তাদের বহনকারী ট্যাক্সিটি ধাওয়া থেকে বাঁচতে অন্য গাড়ির সঙ্গে প্রায় মুখোমুখি সংঘর্ষ এড়ায়। এসময় ট্যাক্সিটি একজন পথচারী ও ২ পুলিশ সদস্যকে চাপা দিতে যাচ্ছিল প্রায়।'

৩ বছর আগে রাজকীয় সব দায়িত্ব ছাড়েন হ্যারি ও মেগান দম্পতি। এরপর থেকে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।