ক্রিমিয়ার সেভাস্তোপোলে তেলের ডিপোয় ড্রোন হামলার অভিযোগ

By স্টার অনলাইন ডেস্ক
29 April 2023, 05:07 AM
UPDATED 29 April 2023, 11:36 AM

রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার প্রধান শহর ও বন্দরনগরী সেভেস্তোপোলে তেলের ডিপোয় ড্রোন হামলার অভিযোগ করেছেন স্থানীয় গভর্নর মিখাইল রাজভোঝায়েভ।

আজ শনিবার সকালে রুশ বার্তা সংস্থা আরটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিওতে ভয়াবহ আগুনের দৃশ্য দেখা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

আজ স্থানীয় সময় ভোর ৫টায় গভর্নর রাজভোঝায়েভ টেলিগ্রাম বার্তায় লিখেন, 'নিরাপত্তা বাহিনীর সদস্য ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আছেন। প্রায় ১ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আগুন জ্বলছে।'

এর জন্য ড্রোন হামলাকে তিনি দায়ী করেন।

গত ২৪ এপ্রিল এই শহরে ২টি ড্রোন হামলা হয়েছিল। এর একটি রুশ সেনারা ধ্বংস করে অন্যটি বন্দরের বাইরে বিস্ফোরিত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আরটির প্রতিবেদনে জানানো হয়।

এতে আরও বলা হয়, ২০১৪ সালে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া ক্রিমিয়া একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং সেখানে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর রাখা আছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া যেকোনো মূল্যে উদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞার কথা বারবার প্রকাশ করেছেন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান' শুরু হলে এই নৌবহর থেকে ইউক্রেনে অধিকাংশ হামলা চালানো হয়।