শিশু স্বাস্থ্যসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বাণিজ্য উপদেষ্টার
শিশুদের স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ শনিবার ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, হাসপাতালের যান্ত্রিক সক্ষমতা প্রয়োজন কিন্তু যথেষ্ট নয়। প্রায়োগিক জ্ঞান, যান্ত্রিক ও মানবিক সক্ষমতার সমন্বয়ে আমাদের রোগীদের সেবাদানের মানসিকতা তৈরি করতে হবে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার শিশু স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।
তিনি সব চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, অধ্যাপক ডা. মাহবুবুল হক ও অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন।
প্রসঙ্গত, গত বছরের ১৯ এপ্রিল আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক আইসিইউতে অগ্নিকাণ্ড ঘটে। ফলে কার্ডিয়াক আইসিইউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ইউনিটটির কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। আকিজ বশির গ্রুপের সার্বিক সহযোগিতায় কার্ডিয়াক আইসিইউ ইউনিট পুনঃনির্মাণ করে চালু করার উদ্যোগ নেওয়া হয়।