ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৯৮ জন, যাদের মধ্যে ২০৮ জন পুরুষ ও ১৯০ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ২৮৪ জন, যার মধ্যে ৬১ হাজার ৩৪০ জন পুরুষ ও ৩৬ হাজার ৯৪৪ জন নারী।