করোনায় আরও একজনের মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
1 August 2025, 11:46 AM

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করা হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। তার বয়স ২১-৩০ বছরের মধ্যে। তিনি খুলনা বিভাগের। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২৪ ঘণ্টায় ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ০৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫২৯ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ৩০ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৬৫ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৭২০ জন।