মুক্ত আকাশে ফিরল এক ঝাঁক শালিক

By সংবাদদাতা, ফেনী
24 November 2025, 14:58 PM
UPDATED 25 November 2025, 08:38 AM

ফেনীর পরশুরাম সীমান্তে শিকারীর ফেলে যাওয়া বাঁশের ঝুড়ি থেকে ৯০টি বন্য শালিক উদ্ধার করে আকাশে ছেড়ে দিয়েছেন ৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা

৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আজ সোমবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার গুতমা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার টহল দল নিয়মিত টহলের সময় একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে দৌড়ে পালাতে দেখে। এ সময় তিনি সীমান্তরক্ষী সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি বাঁশের ঝুড়ি রেখে পালিয়ে যান।

টহল দল ঝুড়িটি পরীক্ষা করে এর ভেতর থেকে মোট ৯০টি বন্য শালিক পাখি খুঁজে পায়। বিজিবি জানায়, পাখিগুলো সীমান্ত এলাকায় সাধারণত দেখা গেলেও ঝুড়ির ভেতরে গাদাগাদি অবস্থায় ছিল এবং দুর্বল দেখাচ্ছিল।

বিজিবি সদস্যরা দ্রুত ঝুড়িটি খুলে সাবধানে একে একে সব পাখিকে খোলা আকাশে উড়িয়ে দেন। তারা জানান, উদ্ধারকৃত পাখিগুলো নিরাপদে উড়ে যেতে সক্ষম হয়।

৪ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকারীর রেখে যাওয়া ঝুড়ি থেকে পাখিগুলো উদ্ধার করা হলেও এটি কোনো বিশেষ অভিযান ছিল না; বরং নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবেই টহল দল ঘটনাটি মোকাবিলা করে।