সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন সরিষাবাড়ী, ভোগান্তিতে ২৪ হাজার গ্রাহক

By নিজস্ব সংবাদদাতা, জামালপুর
21 September 2024, 18:37 PM

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় টানা সাড়ে সাত ঘণ্টা যাবৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ভ্যাপসা গরমে ভোগান্তিতে পড়েছেন উপজেলার প্রায় ২৪ হাজার গ্রাহক।

শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বিদ্যুৎ চলে যায়।

আরামনগর বাজারের বাসিন্দা জাকারিয়া জাহাঙ্গীর বলেন, 'সাড়ে সাত ঘণ্টা যাবৎ বিদ্যুৎ নেই। গরমে বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছে না।'

পৌর এলাকার বাসিন্দা মুখলেছুর রহমান বলেন, 'গত কিছু দিন যাবৎ লোডশেডিং বেশি হচ্ছে। তবে আজ সবচেয়ে বেশি সময় ধরে লোডশেডিং চলছে।'

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরিষাবাড়ী কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, 'বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটু সমস্যা হয়েছে। মেরামতে কাজ চলছে, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।'

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, সিলেট ও যশোর জেলা এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে।

অর্থাৎ এসব এলাকার তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

শনিবার সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।