‘রোববার কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা’

By স্টার অনলাইন রিপোর্ট
10 May 2023, 11:47 AM
UPDATED 10 May 2023, 17:57 PM

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আগামী রোববার উপকূল অতিক্রম করতে পারে। এটি বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের চকপিউ শহরের মধ্যবর্তী কোনো এলাকা দিয়ে স্থলভাগে আঘাত করবে।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আজ এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি আজ বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে ভারতের আবহাওয়া দপ্তর বলছে, এটি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে 'মোখা'।

ভারতের আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মডেলগুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে কক্সবাজার ও রাখাইনের চকপিউ শহরের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে মোখা। তবে উপকূলে আঘাত হানার সময় বাতাসের তীব্রতা ও সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে এখনো দ্বিমত আছে।

পূর্বাভাসে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রোববার উপকূলে আঘাত করার আগে কিছুটা শক্তি হারাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেড় থেকে দুই মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও মিয়ানমারের রাখাইনের নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে।

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, মোখা দিক পরিবর্তন করে শুক্রবার উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং কিছুটা শক্তি হারিয়ে উপকূল অতিক্রম করতে পারে।