‘রূপবান’ মুক্তির ৬০ বছর

By স্টার অনলাইন রিপোর্ট
5 November 2025, 07:55 AM
UPDATED 5 November 2025, 19:11 PM

বাংলাদেশের প্রথম লোককাহিনী-নির্ভর 'রূপবান' সিনেমা মুক্তির ছয় দশক আজ। ১৯৬৫ সালের এই দিনে চলচ্চিত্রটি মুক্তি পায়।

সালাউদ্দিন পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেন সুজাতা, চন্দনা, আনোয়ার হোসেন, মনসুর, সুভাষ দত্তসহ অনেকেই। সে সময়ে 'রূপবান' সারাদেশে ব্যাপক সাড়া জাগায়। উর্দু ভাষার চলচ্চিত্রের দাপটের কাছে 'রূপবান' বাংলা ভাষার একমাত্র চলচ্চিত্র হিসেবে রেকর্ড সৃষ্টি করে।

মূলত এর বছরখানেক আগে ছবিটি নির্মাণ শুরু করেছিলেন চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও এ দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা 'সিনেমা'র সম্পাদক ফজলুল হক। চলচ্চিত্রটির একটি গান ও বেশকিছু দৃশ্যের শুটিংও করেছিলেন রমনা পার্কে।

সে সময়ে নানান সমস্যার কারণে ছবিটি নির্মাণে তিনি আর এগিয়ে যেতে পারেননি। ফজলুল হকের অনুমতি সাপেক্ষেই পরবর্তীতে সালাউদ্দিন 'রূপবান' নির্মাণ করেন।

এই চলচ্চিত্রের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে 'ও দাইমা কীসের বাদ্য বাজে গো', 'সাগরকূলের নাইয়ারে', 'মনের দুঃখ কইনারে বন্ধু রাইখাছি অন্তরে', 'বিদায় দেন বিদায় দেন'।

মুক্তির ৬০ বছর নিয়ে 'রূপবান' নায়িকা সুজাতা বলেন, 'সিনেমার শুটিং হয় সিলেটে। সিনেমার একটি দৃশ্যে দেখা যায় তাজেলের প্রেমে মজে আছেন  রহিম বাদশা। তাজেলের প্রতি রহিমের এমন আসক্ত হওয়ায় একটা বাঁশ ধরে গান গেয়েছিল রূপবান। সেই বাঁশটা নাকি অনেকদিন পরে নিলামে উঠেছিল। এটাই আমাদের প্রাপ্তি।'