২৩ কোটি টাকার সিনেমায় এবার অন্য লুকে অনন্ত জলিল

By স্টার অনলাইন রিপোর্ট
9 January 2024, 07:19 AM
UPDATED 9 January 2024, 13:25 PM

২৩ কোটি বাজেটে নির্মিত 'অপারেশন জ্যাকপট' সিনেমায় ক্যাপ্টেন ওয়াহিদের চরিত্রে দেখা যাবে অনন্ত জলিলকে।

কয়েকদিন আগে লুঙ্গি গামছা পরে এ সিনেমার শুটিং করেছেন তিনি। এবার তাকে আরেক নতুন লুকে শুটিং করতে দেখা গেল।

অনন্ত জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ১৪ বছরের অভিনয় জীবনে এমন গেটআপে দেখেননি দর্শক। তাই এই ওয়াহিদ চরিত্রটি দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে। ইতিহাসকে তুলে ধরার জন্য এই সিনেমাটি করছি। বিনোদনের মাধ্যমে দর্শক ইতিহাস জানতে পারবে। এটি দেখে দর্শক গর্ববোধ করবে।'

মুক্তিযুদ্ধ চলাকালীন নৌ সেক্টরের পরিচালনায় সফলতম গেরিলা অপারেশন 'অপারেশন জ্যাকপট' নামে পরিচিতি। সেই প্রেক্ষাপট নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি নির্মাণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সিনেমাটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

অনন্ত জলিল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, নিরব, ইমন, রেবেকা, অমিত হাসান, রোশান, আমান রেজা, সাঞ্জু জন, শিপন মিত্র, জয় চৌধুরীসহ অনেকেi।