ওটিটিতে দেখা যাবে ‘শনিবার বিকেল’

By স্টার অনলাইন রিপোর্ট
22 November 2023, 15:02 PM
UPDATED 23 November 2023, 01:58 AM

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না পেলেও চলতি বছরের মার্চে আমেরিকা ও কানাডায় মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা 'শনিবার বিকেল'।

অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে একটি ওটিটি প্লাটফর্মে। 

ভারতীয় প্লাটফর্ম সনি লাইভে আগামী শুক্রবার স্ট্রিমিং হতে যাচ্ছে 'শনিবার বিকেল'। 

সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করে এমন ঘোষণাই দিয়েছে সনি লাইভ। 

এছাড়াও সিনেমাটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, 'একসঙ্গে এত কিছু আসছে যে আমারই দিশেহারা অবস্থা। শনিবার বিকেল ওটিটিতে আসছে, ফাইনালি, ২৪ নভেম্বর, সনি লাইভ-য়ে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যেকোনো দেশ থেকে দেখা যাবে!' 

হোলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত 'শনিবার বিকেল' দেশের সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় সাড়ে চার বছর ধরে। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন পরিচালক।

'শনিবার বিকেল' সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।