দেশে ‘জাওয়ান’ সিনেমার শো সাময়িক বন্ধ

By স্টার অনলাইন রিপোর্ট
22 October 2023, 14:21 PM
UPDATED 22 October 2023, 20:29 PM

গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় বলিউডের সিনেমা 'জাওয়ান'। একইদিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত সিনেমাটি। 

আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। 

প্রায় দুইমাস সফলভাবে চলার পর আগামী মঙ্গলবার থেকে সাময়িকভাবে দেশের হলগুলোতে বন্ধ থাকবে 'জাওয়ান' সিনেমার প্রদর্শনী। 

আমদানিকারক প্রতিষ্ঠান ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

তারা জানান, সিনেমা আমদানি নীতি অনুযায়ী যেকোনো উৎসবে হিন্দি সিনেমা প্রদর্শন বন্ধ রাখতে হবে। পূজার কারণে তাই 'জাওয়ান' সিনেমার শো বন্ধ থাকবে। 

অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে আছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও আছেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ।