২২ হলে ইলিয়াস কাঞ্চন-রোজিনার ‘ফিরে দেখা’

By স্টার অনলাইন রিপোর্ট
16 June 2023, 06:57 AM
UPDATED 16 June 2023, 15:17 PM

ঢাকাই সিনেমার এক সময়ের সাড়া জাগানো নায়িকা রোজিনা পরিচালিত প্রথম সিনেমা 'ফিরে দেখা' আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ঢাকাসহ সারাদেশে। 

পরিচালনার পাশাপাশি এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রোজিনা।

'ফিরে দেখা' সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। এ ছাড়া অভিনয় করেছেন নিরব, স্পর্শিয়া প্রমুখ।

মুক্তিযুদ্বের সিনেমা 'ফিরে দেখা' সরকারি অনুদানে নির্মিত হয়েছে। ২২টি হলে দর্শকরা আজ সিনেমাটি দেখতে পাবেন।

রোজিনা বলেন, 'এ দেশের সিনেমায় বছরের পর বছর অভিনয় করেছি। অনেক দর্শক আমার। অনেক ভক্ত আমার। সবার প্রতি অনুরোধ, হলে গিয়ে  সিনেমাটি দেখুন।'

রোজিনা আরও বলেন, আমার বহু বছরের অভিজ্ঞতা নিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করতে। ভালো একটি সিনেমা উপহার দিতে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। সেই মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা করতে পেরে আমি আনন্দিত।