রাজের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে

By স্টার অনলাইন রিপোর্ট
15 June 2023, 13:58 PM
UPDATED 15 June 2023, 20:25 PM

শরীফুল রাজ অভিনীত নতুন সিনেমা 'রক্তজবা' সিনেমা হলে নয়, মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে।

সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে।

সিনেমাটির গল্প একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগে। অতীত ও চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানান রহস্য।

নিয়ামুল মুক্তা পরিচালিত 'রক্তজবা' সিনেমায় আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ।