মধুমিতা সিনেমা হল সাময়িকভাবে বন্ধ

By স্টার অনলাইন রিপোর্ট
17 November 2022, 15:39 PM

ঢাকা শহরের অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা আগামীকাল শুক্রবার থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে।

মধুমিতা সিনেমাহলের কর্নধার ইফতেখার উদ্দিন নওশাদ আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আগামী কয়েকদিন পর ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তেমন চলছেনা। আমরা সিনেমাহলের ভেতরে বাইরে কিছু কাজ করবো তাই সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।'

আগামী জানুয়ায়ী পর্যন্ত সিনেমাহল হল বন্ধ থাকবে। তারপর আবার চালু হবে বলে জানান তিনি।

মধুমিতা সিনেমাহল ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে একসঙ্গে ১ হাজার ২০০ জন দর্শক সিনেমা দেখতে পারেন।