অপ্রেমিক: দুটি মানুষের ভেতরের লড়াইয়ের গল্প

By স্টার অনলাইন রিপোর্ট
18 September 2025, 12:35 PM

তরুণ প্রজন্মের নির্মাতা সোহেল রাজ আগে অপরের লিখিত নাটক পরিচালনা করলেও এবার নিজের লেখা গল্পে প্রথম 'অপ্রেমিক' নামে একটি নাটক নির্মাণ করেছেন।
 
নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান। আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, রোজি সিদ্দিকী, ফারুক আরাফাত ও সাজ্জাদ হোসেনসহ অনেকেই। 

নাটকটি আজ বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। 

এ বিষয়ে পরিচালক সোহেল রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এর আগে গল্পের চিত্রনাট্য করলেও প্রথমবার নিজে পুরো নাটকই লিখেছি। এটি আমার কাছে শুধু একটি প্রেমের গল্প নয়—এটি দুটি মানুষ, প্রীতম ও আভার ভেতরের লড়াইয়ের গল্প।'

'ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো তা হয়ে ওঠে ত্যাগেরও নাম। আমাদের সমাজে এখনো প্রেমকে মাপা হয় সামাজিক অবস্থান, অর্থনৈতিক নিরাপত্তা আর পরিবারের সিদ্ধান্ত দিয়ে। অথচ ভালোবাসা একেবারেই ব্যক্তিগত, নিঃশব্দ ও গভীর এক অনুভূতি।'

সোহেল রাজ বলেন, 'এই নাটকের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি—ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না। অনেক সময় তা অসমাপ্ত থেকে যায়। এটি আমাদের চারপাশেরই গল্প।'

অপ্রেমিক নাটকে 'তোমার মতো কেউ' শিরোনামে একটি গানও রয়েছে। সোমেশ্বর অলির লেখায় সাজিদ সরকারের সুরে গানটি গেয়েছেন রেহান রাসুল ও সুস্মিতা আনিস।