‘হাবু ভাই’য়ের বিয়ে হয়ে গেল

By স্টার অনলাইন রিপোর্ট
25 August 2023, 17:26 PM
UPDATED 25 August 2023, 23:34 PM

বিয়ে করেছেন অভিনেতা চাষী আলম। আজ শুক্রবার পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তার। 

জনপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট' নাটকে 'হাবু ভাই' চরিত্রের মাধ্যমে জনপ্রিয় হয়েছেন এই অভিনেতা।

তার স্ত্রী তুলতুল রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

চাষী আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পারিবারিক পছন্দেই বিয়ে করেছি।' 

মধুচন্দ্রিমার জন্য শিগগির দুজনে দেশের বাইরে যাবেন বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার গায়ে হলুদ হয় চাষী আলমের।