পঞ্চম সপ্তাহে ৯ হলে চলছে জ্বীন

By স্টার অনলাইন রিপোর্ট
30 May 2023, 08:33 AM
UPDATED 30 May 2023, 20:18 PM

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি জ্বীন এখনো ঢাকাসহ দেশের ৯টি সিনেমা হলে চলছে। দর্শকরা আগ্রহ নিয়ে সিনেমাটি দেখছেন।

জ্বীন সিনেমাতে সজল ও পূজা চেরি জুটি হয়ে অভিনয় করেছেন।

জ্বীন সিনেমার পরিচালক নাদের চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত ৯টি প্রেক্ষাগৃহে চলছে জ্বীন। আমি মনে করি, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। দর্শকের প্রবল ভালোবাসা না থাকলে এটা সম্ভব হত না।'

তিনি আরও বলেন, 'মুক্তির শুরু থেকেই জ্বীন সিনেমার নিয়ে সবার আগ্রহ ছিল, এখনো আছে। এভাবেই বাংলাদেশের সিনেমা এগিয়ে যাবে। ৫ সপ্তাহে ৯টি প্রেক্ষাগৃহে চলছে এটি নতুন রেকর্ড। সিনেমাটি আমাকে দারুণভাবে আশাবাদী করেছে।'

সজল বলেন, 'সত্যি কথা বলতে জ্বীন সিনেমার সবাই অনেক খুশি যে, সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে চলছে। পঞ্চম সপ্তাহে টিকে থাকা একটি নতুন রেকর্ড।'

সজল আরও বলেন, 'দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যতটা ভালোবাসা তারা দেখিয়েছেন তাতে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।  বাংলাদেশের সিনেমার জয় হোক এটাই চাওয়া।'