শাকিব-বুবলিকে আর একসঙ্গে পর্দায় দেখা যাবে না

By স্টার অনলাইন রিপোর্ট
9 May 2023, 14:02 PM
UPDATED 10 May 2023, 00:09 AM

গত ৮ বছরে ১২টি সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে শবনম বুবলি। বাস্তব জীবনেও সম্পর্কে জড়িয়েছিলেন তারা।

প্রকাশ্যে আসে তাদের বিয়ে, সন্তান। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, ব্যক্তিগত জীবনে আলাদা থাকছেন তারা। 

সবশেষ তাদের একসঙ্গে পর্দায় দেখা গেল তপু খান পরিচালিত 'লিডার: আমিই বাংলাদেশ' সিনেমায়। এটিই এই জুটির শেষ সিনেমা। আর দেখা যাবে না তাদের নতুন সিনেমায়।

শাকিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আর কোনোদিন কোনো সিনেমায় শবনম বুবলির সঙ্গে আমাকে দেখা যাবে না। এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। ব্যক্তিজীবনে বাচ্চার কারণে যতটুকু সম্পর্ক ততটা থাকবে। সিনেমায় আর জুটি হিসেবে দেখা যাবে না।'

তিনি আরও বলেন, 'আমাদের সম্পর্ক নেই, এটা আমি আগেও বলেছি। এ বিষয়ে সবকিছু অনেক আগেই মিডিয়ার কাছে পরিষ্কার করেছি। এসব নিয়ে আগামীতে কোনো কথা বলব না।'