৪৬ বছর পর একসঙ্গে রজনীকান্ত ও কমল হাসান
দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান, দীর্ঘ ৪৬ বছর পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তামিল পরিচালক সুন্দর সি পরিচালিত সিনেমাটির আপাতত নাম ঠিক করা হয়েছে 'থালাইভার ১৭৩'।
বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, চলচ্চিত্রটি প্রযোজনা করছে রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল (আরকেএফআই) ও রেড জায়ান্ট মুভিজ। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে তারা।
বুধবার আরকেএফআই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ভারতের দুই কিংবদন্তি তারকাকে এক করার পাশাপাশি সিনেমাটি রজনীকান্ত ও কমল হাসানের পাঁচ দশকের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের উদযাপনও বলা যায়। তাদের বন্ধুত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম শিল্পী ও দর্শকদের অনুপ্রাণিত করে।'
পরিচালক সুন্দর সি আগে রজনীকান্তের সঙ্গে সিনেমা 'অরুনাচালাম' এবং কমল হাসানের সঙ্গে 'আনবে শিবম' পরিচালনা করেছেন, যা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।
সিনেমাটির ঘোষণা আসে রজনীকান্তের 'কুলি' মুক্তির পরপরই। কমল হাসান সেপ্টেম্বরে বলেছিলেন, আমরা অনেক আগেই একসঙ্গে কাজ করেছিলাম। কিন্তু তখন আমাদের একটি বিস্কুট ভেঙে অর্ধেক করে দেওয়া হতো। কিন্তু প্রত্যেকে একটা পুরো বিস্কুট চেয়েছিলাম এবং পরে পেয়েছিলাম ও উপভোগও করেছি। এখন আমরা আবার অর্ধেক বিস্কুটে খুশি, তাই আবার এক হয়েছি।
রজনীকান্ত গত ২৭ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, 'সিনেমাটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। আমরা চিত্রনাট্য চূড়ান্ত হলে কাজ শুরু করব। একটি ভালো গল্প পেলেই শুটিং শুরু হবে।'