আজ পরিণীতি-রাঘবের বিয়ে

By স্টার অনলাইন রিপোর্ট
24 September 2023, 05:52 AM
UPDATED 24 September 2023, 12:25 PM

বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। রাজস্থানের উদয়পুরে আজ বসছে এই বিয়ের আসর। 

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের সূত্র অনুযায়ী, দিল্লিতে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান শেষে পরিণীতি-রাঘব রাজস্থানের উদয়পুরের উদ্দেশে গতকাল রওনা দিয়েছেন। 

উদয়পুরে গতকাল শনিবার সকালে পরিণীতির 'চূড়া সিরিমনি' (পাঞ্জাবি বিয়ের একটি রীতি) অনুষ্ঠিত হয়েছে। 

আজ দুপুর সাড়ে ৩টার মধ্যে মালাবদল করবেন পরিণীতি ও রাঘব। তারপর সাতপাক ঘুরবেন তারা। 

বিয়ের দিনই রাতে তাজ লীলা প্যালেসে অনুষ্ঠিত হতে চলেছে নবদম্পতির রিসেপশন। অতিথিদের জন্য লীলা প্যালেসের ৮টি সুইট আর ৮০টি ঘর বুক করা হয়েছে।