গাজী মাজহারুল আনোয়ারের গানের নতুন বই

By স্টার অনলাইন রিপোর্ট
26 February 2025, 15:08 PM
UPDATED 26 February 2025, 21:15 PM

প্রকাশিত হয়েছে কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার রচিত গান-গ্রন্থ 'অল্প কথার গল্প গান' এর পঞ্চম খণ্ড। এতে রয়েছে ৫০টি গানের পেছনের গল্প ও ২০০ গানের কথা। ভাষাচিত্র প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি।

এর আগে ২০২১ সালে গাজী মাজহারুল আনোয়ারের ৭৮তম জন্মদিনে 'অল্প কথার গল্প গান' বইয়ের প্রথম খণ্ড প্রকাশের পর কলকাতার বইমেলায় প্রকাশ পায় দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। চতুর্থ খণ্ড গত বছর একুশের বইমেলায় প্রকাশিত হয়।

গাজী মাজহারুল আনোয়ার তার ৬০ বছরের সংগীত জীবনে ২০ হাজারের বেশি গান লিখেছেন। বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় তার লেখা ৩টি গান আছে।

২০২২ সালের ৪ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।