‘ঘুড়ি’খ্যাত গায়কের নতুন গান

By স্টার অনলাইন রিপোর্ট
28 August 2023, 05:14 AM
UPDATED 28 August 2023, 11:23 AM

'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো' গানের শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী লুৎফর হাসানের নতুন গান 'আমরা যারা দেখতে কালো' আজ সন্ধ্যায় শিল্পীর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। 

আরেক শিল্পী শেখ সোলায়মানকে নিয়ে দ্বৈত কণ্ঠের গান এটি। যিনি গ্রামের পথে-প্রান্তরে কিংবা নদীর পাড়ে বাঁশি বাজিয়ে পরিচিত। গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। গানটি শিল্পীর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

শান সায়েকের সঙ্গীতে গানটির ভিডিও পরিচালনা করেছেন আকরামুল ইসলাম রাসেল। ভিডিওতে অভিনয় করেছেন রত্না সরকার।

লুৎফর হাসান বলেন, বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করা মানুষদের মধ্যে সোলায়মান অন্যতম। তাকে অনেকেই পছন্দ করেন। আমি অনেক শিল্পীর সঙ্গে গান করেছি, এবার তার সঙ্গে গান করলাম। এটি আমার কণ্ঠে ২২৩ নম্বর গান। আশা করছি এই গানটি শ্রোতাদের পছন্দ হবে।