প্রথমবারের মতো মঞ্চে স্বাগতা

By স্টার অনলাইন রিপোর্ট
21 May 2024, 12:42 PM

অভিনেত্রী স্বাগতা অনেক পরিচয়ে পরিচিত। এবার নতুন পরিচয়ে আসছেন তিনি সবার সামনে। প্রথমবারের মতো মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এক সপ্তাহ ধরে চলছে নাটকটির মহড়া।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা থেকে 'বনের মেয়ে পাখি' নাটকটি পরিচালনা করছেন সাজ্জাদ সাজু।

স্বাগতা অভিনয় করছেন পাখি চরিত্রে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় টিএসসিতে এবং ৩ জুন মহিলা সমিতিতে মঞ্চায়ন হবে নাটকটির।

স্বাগতা দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথমবার মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছি। নিয়মিত মহড়া করছি। তারপরও অনেক নার্ভাস লাগছে। অনেক উত্তেজনাও কাজ করছে।'

স্বাগতা আরও বলেন, 'অভিনয়, উপস্থাপনা, গান, মডেলিং করেছি। মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে ছিল। সেটা পূরণ হতে যাচ্ছে।'

এক প্রশ্নের জবাবে স্বাগতা বলেন, 'পাখি সবসময় প্রকৃতির সঙ্গে থাকতে ভালোবাসে। এমন একটি চরিত্র পেয়ে ভীষণ খুশি আমি।'