জন্মদিনে মেয়েকে কাছে পেয়েছি, এটা অনেক ভালো লাগার: দিলারা জামান

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
19 June 2025, 18:27 PM

দিলারা জামান একজন গুণী অভিনয়শিল্পী। ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। মঞ্চ-টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন বিপুল ভালোবাসা। এখনো অভিনয় করে যাচ্ছেন। পেয়েছেন একুশে পদক।

১৯ জুন দিলারা জামানের জন্মদিন। ৮৩ বছর শেষ করে ৮৪ বছরে পা রাখলেন তিনি।

বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন তিনি।

বিশেষ দিনটি প্রসঙ্গে দিলারা জামান বলেন, 'প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা যেন অব্যাহত থাকে। এই ভালোবসা নিয়েই বেঁচে থাকতে চাই। মানুষের ভালোবাসা ছাড়া আর কোনো চাওয়া নেই।'

এই অভিনয় শিল্পীর দুই মেয়ে। তারা দুজনই বিদেশে থাকেন। তিনি বলেন, 'আজ জন্মদিনে মেয়ে কাছে আছে এ জন্য অনেক ভালো লাগছে। ওরা তো বিদেশে খুব ব্যস্ত থাকে। তারপরও চেষ্টা করে দুই মেয়ে বছর বছর আমার কাছে আসার। এখন যেমন বড় মেয়ে আছে। তাতেই খুশি আমি।'

'জীবনের বেশিরভাগ সময় তো অভিনয় করে পার করেছি। এখনো করি। যতটুকু সম্ভব করি। খুব বেশি কাজ করতে পারি না, সম্ভবও না। একটা সময় মায়ের চরিত্রে অনেক অভিনয় করেছি। অনেকেই মা ডাকতেন। ভালো লাগতো তাদের ভালোবাসা,' বলেন তিনি।