সালমান শাহর নায়িকারা

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
27 October 2025, 12:26 PM
UPDATED 28 October 2025, 16:39 PM

আবারও নতুন করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। মৃত্যুর ২৯ বছর পর সম্প্রতি আদালত তার মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেওয়ায় পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। নব্বই দশকে মাত্র চার বছরের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেন এই ক্ষণজন্মা তারকা।

জানা যাক সালমান শাহর নায়িকা ছিলেন কারা।

প্রথম সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত' দিয়েই সালমান শাহ জয় করেন দর্শকের হৃদয়। সেই সিনেমায় তার নায়িকা ছিলেন মৌসুমী। এই সিনেমা দিয়েই গড়ে ওঠে তাদের সফল জুটি। এরপর দুজন অভিনয় করেন আরও কয়েকটি সিনেমায়—'অন্তরে অন্তরে', 'দেনমোহর', ও 'স্নেহ'। আজও দর্শকের কাছে এই জুটি অম্লান।

সালমান শাহর বিপরীতে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন শাবনূর। তারা একসঙ্গে কাজ করেছেন ১৪টি সিনেমায়, যার মধ্যে অনেকগুলোই ছিল ব্যবসাসফল। প্রথম সিনেমা 'তুমি আমার' দিয়ে শুরু হয় এই জুটির পথচলা। এরপর 'স্বপ্নের ঠিকানা', 'বিক্ষোভ', 'স্বপ্নের পৃথিবী', 'বুকের ভেতর আগুন', 'তোমাকে চাই', 'স্বপ্নের নায়ক', 'জীবন সংসার', 'মহামিলন', 'বিচার হবে', ও 'চাওয়া থেকে পাওয়া'—এসব সিনেমা আজও দর্শকের মনে জায়গা করে আছে।

ঢাকাই চলচ্চিত্রে সালমান শাহ ও শাবনূর জুটি এখনো অন্যতম সফল রোমান্টিক জুটি হিসেবে বিবেচিত।

'চাঁদনী' খ্যাত নায়িকা শাবনাজও সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন কয়েকটি সিনেমায়। 'আঞ্জুমান' সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। এরপর একসঙ্গে কাজ করেন 'আশা ভালোবাসা' ও 'মায়ের অধিকার' সিনেমায়। দর্শকপ্রিয়তা ও প্রশংসা পেয়েছে এই জুটিও।

একসময় সালমান শাহর নায়িকা হিসেবে আলোচনায় আসেন লিমা। যদিও তিনি দীর্ঘদিন রূপালি পর্দায় সক্রিয় ছিলেন না, তবুও 'প্রেমযুদ্ধ' ও 'কন্যাদান' সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান।

সালমান শাহর সঙ্গে 'সত্যের মৃত্যু নেই' সিনেমায় অভিনয় করেছেন নায়িকা শাহনাজ, যা পরিচালনা করেছিলেন ছটকু আহমেদ। অন্যান্য নায়কের সঙ্গে কাজ করলেও সালমান শাহর বিপরীতে নায়িকা হওয়ার সুবাদে বিশেষ পরিচিতি পান তিনি।

সালমান শাহ–শাবনূর অভিনীত সুপারহিট সিনেমা 'স্বপ্নের ঠিকানা'–এও ছিলেন নায়িকা সোনিয়া। এই সিনেমা দিয়েই তিনি পরিচিতি পান। পরে 'প্রিয়জন' সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে নিজের অবস্থান আরও মজবুত করেন।

সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন আরও কয়েকজন নায়িকা—কাঞ্চি, সাবরিনা, বৃষ্টি ও শ্যামা। যদিও তাদের অনেকেই আজ চলচ্চিত্র থেকে দূরে, তবুও সালমান শাহর বিপরীতে অভিনয়ের স্মৃতি এখনো দর্শকের মনে রয়ে গেছে।

ঢালিউডের ইতিহাসে সালমান শাহ শুধু একজন নায়ক নন, বরং একটি যুগের নাম। তার সঙ্গে কাজ করা প্রতিটি নায়িকা সেই যুগের সাফল্য ও স্মৃতির অংশ হয়ে আছেন—যা আজও ঢাকাই সিনেমার স্বর্ণালি অধ্যায় হিসেবে স্মরণীয়।