বুবলির সঙ্গে জীবন

By স্টার অনলাইন রিপোর্ট
20 July 2025, 11:52 AM

চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলি প্রথমবার একটি গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। গানে তার সঙ্গে নাচতে দেখা যাবে নির্মাতা অভিনেতা শরাফ আহমেদ জীবনকে। 

'ময়না' শিরোনামের গানটি গেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল। 

গানটির ভিডিও চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানের নৃত্য পরিচালনা করেছেন নিলয়। 

আগামী ২৪ জুলাই 'গাংচিল মিউজিক' ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে।

আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কোনালের সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার।

শবনম বুবলি বলেন, 'এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। শুধু মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটি পার্টি মুডের, শুনলেই নাচতে ইচ্ছে করে।'

শরাফ আহমেদ জীবন বললে, 'বুবলি একজন অসাধারণ অভিনেত্রী, সিনেমায় এই সময়ের জনপ্রিয় নায়িকাদের একজন। তার সঙ্গে এভাবে একটি নাচের গানে পারফর্ম করাটা সত্যিই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।'