বৈশাখে অপূর্ব-সাবিলার নতুন নাটক

By স্টার অনলাইন রিপোর্ট
12 April 2025, 12:55 PM
UPDATED 12 April 2025, 20:07 PM

অপূর্ব-সাবিলা জুটির নতুন নাটক 'ভুল সবই ভুল'। দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। ইমদাদ বাবুর গল্পে এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম।

এক দম্পতির সংসারে দিনরাত খুনসুটি লেগেই থাকে। এমন গল্প নিয়ে এগিয়েছে নাটকের গল্প।

নাটকের পরিচালক মাসরিকুল আলম বলেন, 'কারো মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটি উপভোগ্য নাটক। এক কথায় বিনোদন পাবেন দর্শকরা। নাটকে অপূর্ব ভাইয়ের কমেডি টাইমিং ছিল খুব দারুণ।'

অপূর্ব-সাবিলা নূর ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন সুষমা সরকার, সৌম চৌধুরী, শামিমা নাজনিন। 'ভুল সবই ভুল' নাটকটি পহেলা বৈশাখের দিন গোল্লাছুট ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।  

অপূর্ব-সাবিলা একসঙ্গে শেষ অভিনয় করেছিলেন 'গোলাম মামুন' নামের একটি ওয়েব সিরিজে।