মৌ-তিশা-বুবলী থাকছেন ঈদের আনন্দমেলায়

By স্টার অনলাইন রিপোর্ট
17 March 2025, 15:22 PM
UPDATED 17 March 2025, 22:24 PM

প্রতি বছর ঈদে বর্ণিল অনুষ্ঠান আয়োজন করে থাকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তারমধ্যে ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলা' রয়েছে দর্শক আগ্রহের কেন্দ্রে।

এবার আনন্দমেলায় নাচ পরিবেশন করবেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী। বিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে।

তিশা ও বুবলীর নাচের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ। আর নিজের কোরিওগ্রাফিতে নাচ পরিবেশন করবেন মৌ।

আনন্দমেলা অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও ইমন। রামপুরায় বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে আনন্দমেলার শুটিংয়ে শিগগিরই অংশ নেবেন তারকাশিল্পীরা। আগামী ২১ মার্চ থেকে রিহার্সেল শুরু হবে।

মাহবুবা ফেরদৌস ছাড়াও ৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মো. হাসান রিয়াদ ও মোহাম্মদ মনিরুল হাসান। আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাতে।