'আমি সোহেল রানা'র টিজার আসছে অভিনেতার জন্মদিনে

By স্টার অনলাইন রিপোর্ট
20 February 2025, 15:24 PM
UPDATED 10 March 2025, 00:04 AM

'অতীতের স্মৃতিচারণ করতে আনন্দ লাগে। কিছু স্মৃতি আবার কষ্টেরও। এবার যা ভালো লেগেছে, তা হলো প্রথমবারের মতো পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের কথা বললাম।'

এবারের ২১ ফেব্রুয়ারি ৭৮ পূর্ণ করে ৭৯ বছরে পা রাখছেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে আগামীকাল ২১ ফেব্রুয়ারি রাত আটটায় 'আইজ অনে'র পেজ ও আইজ অন ইউটিউব চ্যানেলে তার প্রথম পডকাস্ট 'আমি সোহেল রানা'র টিজার উন্মুক্ত  হবে। খুব দ্রুতই প্রচার শুরু হবে এই পডকাস্ট।