মেহজাবীনের বিয়ে চলতি মাসেই

By স্টার অনলাইন রিপোর্ট
17 February 2025, 13:09 PM
UPDATED 17 February 2025, 19:34 PM

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে পরিচালক আদনান আল রাজীবের প্রেম ও বিয়ের গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। তবে তারা দুজনই কথা বলতে চান না বিয়ে নিয়ে। এবার তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরের এক রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ। একই জায়গায় ২৪ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা। দুজনের ঘনিষ্ঠ একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এই বিষয়ে মেহজাবীনের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি।

২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন। গত মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা 'প্রিয় মালতি'। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম 'নীল সুখ'।