ভালোবাসা দিবসে একসঙ্গে প্রীতম-তানজিন তিশা

By স্টার অনলাইন রিপোর্ট
8 February 2025, 14:23 PM
UPDATED 8 February 2025, 20:58 PM

প্রীতম হাসান সংগীতের মানুষ হলেও তাকে মাঝেমাঝে অভিনয়ে দেখা যায়। বেশকিছু ওয়েব কন্টেন্টে অভিনয় করে মেধার স্বাক্ষর রেখেছেন। অন্যদিকে চলতি সময়ের ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা কয়েকটি ওয়েব কন্টেন্টে কাজ করেছেন।

এবার তাদের দুজনকে জুটিবদ্ধ করে জাহিদ প্রীতম নির্মাণ করেছেন নতুন ওয়েব ফিল্ম 'ঘুমপরী'।

সম্প্রতি এ ওয়েব ফিল্মটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারটি পোস্ট করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি'র ফেসবুক পেজ থেকে।

জানানো হয়েছে, ওয়েব ফিল্মটি আসছে ভালোবাসা দিবস উপলক্ষে। মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে এই চরকি অরিজিনাল ফিল্ম 'ঘুমপরী'। এতে প্রীতম হাসান ও তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছেন পারশা মাহজাবীন পূর্ণি।