নিপুণের শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত, তবে...

By স্টার অনলাইন রিপোর্ট
21 January 2025, 10:32 AM

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তবে তা পুরোপুরি বাতিল নয়। 

আজ মঙ্গলবার শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ১৯ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত করা হয়।

চিত্রনায়ক জয় চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তিনি তার বিষয়ে আসা অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পারলে তার সদস্যপদ আবার ফিরিয়ে দেওয়া হবে।'

জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে এক বিবৃতি দেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করেন তিনি। 

গত ১৭ জুলাই নিজের ফেসবুকে সেটা পোস্টও দেন। এছাড়া, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে এই চিত্রনায়িকার বিরুদ্ধে। সে কারণে শিল্পী সমিতি থেকে সদস্যপদ স্থগিত করা হয় নিপুণের।