মাসুদ আলী খান মারা গেছেন

By স্টার অনলাইন রিপোর্ট
31 October 2024, 12:30 PM
UPDATED 31 October 2024, 18:39 PM

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর গ্রিনরোডে নিজ বাসায় তিনি মারা যান।

তার স্বজন শারমিনা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে মাসুদ আলী খানের বয়স ছিল ৯৫ বছর। গত কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

১৯৫৬ সালে এ দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। সেই থেকে অভিনয়ে ব্যস্ততা বেড়ে যায়। ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে দুই দুয়ারি, দীপু নাম্বার টু, মাটির ময়না। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে কূল নাই কিনার নাই, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই।