ভিউ অনেক গুরুত্বপূর্ণ: ফারহান

By স্টার অনলাইন রিপোর্ট
5 July 2024, 14:38 PM
UPDATED 5 July 2024, 20:57 PM

অভিনেতা মুশফিক আর ফারহান অভিনীত বেশকিছু নাটক সম্প্রতি আলোচিত হয়েছে। নাটকগুলোর গল্প ও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের কারণে দর্শকের প্রশংসা পাচ্ছেন এই অভিনেতা। পাশাপাশি ভিউয়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে এই নাটকগুলো।

মুশফিক আর ফারহান বলেন, 'প্রতিটি নাটকে দর্শক সিনেমার ফ্লেভার খুঁজে পেয়েছেন। সহশিল্পী, নির্মাণ ও গল্প সবকিছুতেই নতুনত্ব ধরে রাখার চেষ্টা ছিল। এইসব কাজের জন্য টানা দেড় মাস সর্বোচ্চ পরিশ্রম করেছি। '

তিনি আরও বলেন, 'প্রতিটি ভালো কাজের গুরুত্বপূর্ণ অংশ থাকে তার ভিউ। অনেক ক্ষেত্রে কাজের উদ্দেশ্যই হচ্ছে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া আর তাদের ভালোবাসা পাওয়া। এইসব কারণে ভিউ অনেক গুরুত্বপূর্ণ।'

'কারণ কাজ তো করি দর্শকদের জন্যই। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গল্প, চরিত্র আর ভিউ নিয়ে আমি দর্শকদের কাছ থেকে প্রতিনিয়ত তাদের ভালোবাসা পাচ্ছি', ফারহান যোগ করেন।

সম্প্রতি ফারহানের নাটক মাস্তান, নূর, হৃদয় জুড়ে তুমি, ফিদা, যে পাখি ঘর বোঝে না, লটারি, তুই জীবন দর্শকপ্রিয়তা পেয়েছে।