দিঘীর বিয়ের কার্ডের রহস্য

By স্টার অনলাইন রিপোর্ট
4 July 2024, 18:32 PM

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিয়ের কার্ড পোস্ট করেন।

কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তার একটি ছবি দেখা গেছে। আর বাকি অংশ ঢাকা হাত দিয়ে। দীঘির অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং।

Gandhi Ashrama
দিঘী। ছবি: সংগৃহীত

অনেকেই ভেবেছিলেন বিয়ে করছেন এই অভিনেত্রী। ক্যাপশনে দীঘি লিখেছেন, 'আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।'  

কয়েকদিন দিঘীর বিয়ের কার্ড নিয়ে রহস্য থাকলেও বৃহস্পতিবার রাতে বিষয়টি জানিয়ে নিজের ফেসবুকে দিঘী লিখেছেন, 'বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা!' 

ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটা নতুন প্রজেক্টের প্রচারণার অংশ হিসেবে এটা প্রচার করেছিলেন এই অভিনেত্রী।