ভালোবাসা দিবসে সিয়াম-দীঘির 'জনম জনম'

By স্টার অনলাইন রিপোর্ট
13 February 2025, 14:18 PM

আসছে ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত জংলি সিনেমার প্রথম গান 'জনম জনম' প্রকাশ পেয়েছে। রোমান্টিক ঘরানার এ গানে সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। গতকাল বুধবার টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি।

প্রার্থনা ফারদিন দিঘি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ঈদুল ফিতরে জংলি সিনেমার জনম জনম গানটি প্রকাশের পর থেকে দর্শকদের অনেক সাড়া পাচ্ছি। গানের চিত্রায়ণে আমাকে ভালো লেগেছে এমন জানাচ্ছেন তারা। গানে যারা জড়িত তারা আমার অনেক পছন্দের। ভালোবাসা দিবসে গানটা সবার হয়ে যাবে এমন প্রত্যাশা করি। এটা আমাদের পক্ষ থেকে ভালোবাসার উপহার।'

'জনম জনম' গানের কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। প্রথমবার সিনেমার জন্য দ্বৈত গান করেছেন তিনি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা। এ গানের মাধ্যমে প্রথমবার সিনেমায় প্লেব্যাক করেন তাহসান ও আতিয়া। গানের সংগীতায়োজনে ছিলেন শিল্পী ও সংগীতায়োজক ইমরান মাহমুদুল।