স্টার সিনেপ্লেক্স থেকে ৫ দিনেই নামছে ‘রিভেঞ্জ’ ও ‘ডার্ক ওয়ার্ল্ড’

By স্টার অনলাইন রিপোর্ট
20 June 2024, 13:33 PM
UPDATED 20 June 2024, 19:47 PM

ঈদুল আজহা উপলক্ষে অন্য সিনেমার পাশাপাশি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল 'রিভেঞ্জ' ও 'ডার্ক ওয়ার্ল্ড' নামের দুটি বাংলা সিনেমা। কিন্তু তেমন চাহিদা না থাকায় আগামীকাল শুক্রবার থেকে এই সিনেমা দুটি আর চলবে না।

ঢাকার বসুন্ধরা সিটি ও মিরপুরের সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্স চলছিল সিনেমা দুটি। এর বদলে স্টার সিনেপ্লেক্সে  'তুফান' সিনেমার শো বেড়ে ৫৫টি হয়েছে বলে জানা গেছে।

স্টার সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে জানায়, সিনেমা দুটি দর্শকরা তেমন একটা দেখছেন না। যার কারণে সিনেপ্লেক্সের কোনো শাখাতেই এই দুটি সিনেমা চলবে না।

এমডি ইকবাল পরিচালিত 'রিভেঞ্জ' সিনেমায় অভিনয় করছেন বুবলি, রোশান, দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্ত।

আর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'ডার্ক ওয়ার্ল্ড' সিনেমাটিতে অভিনয় করেছেন মুন্না খান, কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু।