ঈদের রাতে হানিফ সংকেতের নাটক

By স্টার অনলাইন রিপোর্ট
13 June 2024, 12:41 PM
UPDATED 13 June 2024, 18:57 PM

প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম 'ব্যবহার বিভ্রাট'।

তার নাটকটি এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে।

প্রতি বছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন এই নির্মাতা।

একটি পোশাক প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী, তত্ত্বাবধায়ক ও তাদের স্ত্রীদের নিয়ে গড়ে উঠেছে ব্যবহার বিভ্রাটের গল্প। 

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, মেঘলা সুহাসিনী টুপুর, আইনুন নাহার পুতুল ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।