আহমেদ রুবেল গাজীপুরে চিরনিদ্রায় শায়িত

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
8 February 2024, 14:37 PM

গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জয়দেবপুর রাজবাড়ী মাঠে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এর আগে দুপুরের পর তার মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি গাজীপুর শহরের উত্তর ছায়াবীথিতে আনা হয়। পরে জয়দেবপুর রাজবাড়ি মাঠে বিকেল ৫টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

তার জানাজায় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ বন্ধুবান্ধব, স্বজন, প্রতিবেশী ও ভক্তরা অংশগ্রহণ করেন।

গতকাল বুধবার বিকেলে 'পেয়ারার সুবাস' সিনেমার প্রিমিয়ার শোতে আসার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আহমেদ রুবেল।

অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন আহমেদ রুবেল। অনেক বছর ধরে যুক্ত ছিলেন ঢাকা থিয়েটারের সঙ্গে। গেরিলা, আলফা, পেয়ারার সুবাসসহ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

একুশে টেলিভিশনের আলোচিত ধারাবাহিক নাটক 'প্রেত'-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান আহমেদ রুবেল। আহীর আলম পরিচালিত প্রেত নাটকের গল্প লিখেছিলেন মুহম্মদ জাফর ইকবাল। তারপর থেকে নাটকে ও সিনেমায় ব্যস্ততা বেড়েই চলে তার।

একটা সময় নন্দিত লেখক, নাট্যকার ও পরিচালক হুমায়ুন আহমেদের পরিচালনায় অভিনয় শুরু করেন। তার পরিচালিত শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। অনেকগুলো ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন তিনি।

সালাউদ্দিন লাভলুর সাড়া জাগানো নাটক 'রঙের মানুষ' ও মোস্তফা সরোয়ার ফারুকীর জনপ্রিয় নাটক '৬৯' এ সাবলীল অভিনয় করে দর্শকনন্দিত হন।

তার অভিনীত 'গেরিলা', 'মেঘলা আকাশ', 'আলফা', 'লাল মোরগের ঝুঁটি'-সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রশংসিত হয়েছে। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত 'আলফা' সিনেমাটি অস্কারে গিয়েছিল।

গেরিলা সিনেমায় তিনি শহীদ আলতাফ মাহমুদের চরিত্রে অভিনয় করেন এবং সব বয়সী দর্শকদের ভালোবাসা অর্জন করেন।