‘লিও’ অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পাল্টা মামলার ঘোষণা মনসুরের

By স্টার অনলাইন রিপোর্ট
28 November 2023, 11:06 AM
UPDATED 28 November 2023, 19:12 PM

সম্প্রতি অভিনেত্রী দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বিরুদ্ধে নারীবিদ্বেষী ও আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েছেন তামিল ইন্ডাস্ট্রির অভিনেতা ও গায়ক মনসুর আলি খান।

কিছুদিন আগে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে 'লিও' সিনেমার সহ অভিনেত্রী তৃষার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য না থাকায় অসন্তুষ্টি জানিয়ে বেশ কিছু কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।

এর প্রতিবাদে তৃষা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে (টুইটার) ক্ষোভ জানান। তাতে সমর্থন দেন মেগাস্টার চিরঞ্জিবী, রাজনীতিবিদ খুশবু সুন্দর, গায়িকা চিন্ময়ী শ্রীপদাসহ তামিল ইন্ডাস্ট্রির অনেকেই।

এ ঘটনাকে কেন্দ্র করে চেন্নাইয়ের 'দ্য থাউজেন্ড লাইটস অল উইমেন পুলিশ' তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। এছাড়া ভারতের 'ন্যাশনাল কমিশন ফর উইমেন' অভিনেতার বিরুদ্ধে আইপিসির সেকশন ৫০৯ (বি) ও অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা করার পরামর্শ দেয়।

মনসুরের বিরুদ্ধে আইপিসি ৩৫৪ এ (যৌন হয়রানি) ও ৫০৯ বি (নারীবিদ্বেষী কথা, আচরণ, অঙ্গভঙ্গি) ধারায় মামলা করা হয়।

শুরুতে ক্ষমা না চাওয়ার ঘোষণা দিলেও পরবর্তীতে তৃষার কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দেন মনসুর আলি খান।

বাণিজ্য বিশ্লেষক ও সমালোচক রমেশ বালা বিষয়টি নিশ্চিত করেন। এর প্রতিক্রিয়ায় তৃষা এক্সে (টুইটার) লেখেন 'মানুষ মাত্রই ভুল। ক্ষমা করা মহৎ গুণ'।

এরপরই এলো ঘটনায় নতুন মোড়। তৃষা, চিরঞ্জিবী ও খুশবু সুন্দরের বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছেন মনসুর আলি খান। নিজেকে নির্দোষ দাবি করে মনসুর বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিত ও নকল। আসল ভিডিওটি প্রকাশ করে তা প্রমাণ করবেন তিনি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮.কম ও হিন্দুস্তান টাইমস