জয়-পরাজয়ে ‘কাপল গোলস’ বিরাট-আনুশকা

By স্টার অনলাইন রিপোর্ট
20 November 2023, 07:44 AM
UPDATED 20 November 2023, 14:14 PM

প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বকাপের এক আসরে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তারপরও রানার্সআপের মেডেলই তার গলায় ঝুলেছে শেষ পর্যন্ত। কারণ, রোববার আহমেদাবাদে ফাইনালে ভারত ৬ উইকেটে হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে।

তবে ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিজয়ীর একটি পুরস্কার উঠেছে তার হাতে। ৩৫ বছর বয়সী ব্যাটার হয়েছেন এবারের আসরের সেরা খেলোয়াড়।

দুর্দম্য গতিতে এগিয়ে চলা ভারত ফাইনালে উঠেছিল টানা ১০ ম্যাচ জিতে। সবকটি ম্যাচেই ক্রিকেট ভক্তদের মাতিয়ে রেখেছিলেন কোহলি। সবার নজরজুড়ে ছিল তারকা জুটি বিরাট-আনুশকা।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রতিবারের স্ত্রীর দিকে 'ফ্লাইং কিস' ছুড়ে দিয়েছেন বিরাট। প্রতিটি ম্যাচে মাঠে উপস্থিত থেকে আনুশকাও তার জীবনসঙ্গীকে দারুণ উৎসাহ দিয়েছেন।

হ্যাশট্যাগ 'কাপল গোলস' লেখা তাদের দুজনের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 'প্রতিটি সফল পুরুষের পেছনে থাকে একজন নারী' লিখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট-আনুশকার ছবি পোস্ট করেছেন। এ নিয়ে তর্ক, বিতর্ক, আলোচনা সমালোচনাও হয়েছে।

টুর্নামেন্টের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছিলেন বিরাট-আনুশকা। শেষ ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। ভারতীয় দলের পরাজয়ের পর আনুশকা শর্মার বিরাট কোহলিকে জড়িয়ে ধরার ছবিতে আবেগাপ্লুত হয়ে উঠছে সবাই। জয়ে তো বটেই, পরাজয়েও 'কাপল গোলস' বিরাট-আনুশকা।

তাদের দুজনের প্রশংসা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'তারা (বিরাট-আনুশকা) একে অপরকে দারুণভাবে সমর্থন করেন, পাশে থাকেন। দেখুন, যখনই বিরাট খেলছেন আনুশকার চোখেমুখে আনন্দ লেগে আছে। এটা খুব সুন্দর।'