যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

By স্টার অনলাইন রিপোর্ট
19 November 2023, 15:36 PM

দুই দশক ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন সুমাইয়া শিমু। পারিবারিকভাবে বিয়ে করেছেন বেশ কয়েক বছর আগে। প্রথমবার মা হলেন তিনি। রাজধানীর একটি হাসপাতালে জনপ্রিয় এই অভিনেত্রী যমজ সন্তান জন্ম দিয়েছেন।

৮ নভেম্বর তার জীবনে মা হওয়ার সুখবরটি আসে। জন্ম নেয় যমজ দুই পুত্র। এই দিন সকাল ১১টা ২৬ মিনিটে তিনি জানতে পারেন মা হয়েছেন।

দ্য ডেইলি স্টারকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুমাইয়া শিমু বলেন, 'আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। মা হওয়ার অনুভূতি আসলে অন্যরকম। এই অনুভূতি কেবল যারা মা হয়েছেন তারা ভালো বলতে পারেন। সবাই মিলে সুস্থ আছি এজন্য উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা।'

তিনি আরও বলেন, 'আমার দুই সন্তান আমার অস্তিত্ব,আমার ভালোবাসা।'