বাংলাদেশের সিনেমা হলে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

By স্টার অনলাইন রিপোর্ট
18 August 2023, 15:16 PM
UPDATED 18 August 2023, 21:27 PM

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান' আগামী ২৫ আগস্ট বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্রতিষ্ঠানটির একটি সূত্র দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছে।

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় সালমান খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং।

সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণও বিশেষ ক্যামিও ভূমিকায় আছেন।

উল্লেখ্য, সিনেমা সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় 'পাঠান' সিনেমার পর 'কিসি কা ভাই কিসি কি জান' বাংলাদেশে মুক্তি পাচ্ছে।